করোনা আতঙ্কে এবার বন্ধ মহালয়ার দিন দেবীর চক্ষুদান। কুমোরটুলির বেশকিছু শিল্পী এখনো মূর্তিতে মাটি দিচ্ছেন। এবছর মহালয়ার এক মাস পর দুর্গাপুজো। তাই মহালয়ার পর পুজো বেশ কিছুটা দেরিতে। এছাড়া করোনার কারনে বেশ কিছু পুজো মণ্ডপের পুজো আদৌ হবে কিনা সেই নিয়ে সংশয় ছিল। কিন্তু অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন নমো নমো করে মূর্তি নিয়েই পুজোটা সেরে ফেলবেন। আর সে কারণেই কুমোরটুলিতে আবার নতুন করে অল্প কিছু অর্ডার এসেছে।
এই সমস্ত কারনে দেবীর চক্ষুদান পর্ব পিছিয়ে গিয়েছে। কিন্তু শিল্পীরা রীতি মেনে অল্প কিছু মূর্তিতে হলেও চক্ষুদান সারলেন নিয়ম রক্ষার্থে। চক্ষুদান হলো কিন্তু প্রতিবছরের মতো এবছর ধুমধামের সাথে সমস্ত মূর্তিতে চক্ষুদান করতে পারলেন না শিল্পীরা। শিল্পীরা বেশ কিছুটা হলেও সংস্কার আর রীতিনীতি মেনেই অল্পকিছু মূর্তিতে নমোনমো করে সারলেন চক্ষুদান। শিল্পীদের পেটে টান পড়লেও নিয়ম রক্ষার্থে মনের আবেগকে তারা ধরে রাখতে পারলেন না। সব মূর্তির চক্ষু আজ মহালয়ার দিন উন্মীলিত না হলেও, প্রায় প্রতিটি শিল্পী কমপক্ষে একটি করে মূর্তির চক্ষু দান করলেন।