মহিলাদের মসজিদে যাওয়া অথবা সেখানে গিয়ে প্রার্থনা করার উপর কোনও রকম বিধি-নিষেধ ইসলাম ধর্মে নেই। বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনই জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের বক্তব্য, মহিলাদের ক্ষেত্রে মসজিদে গিয়ে প্রার্থনা করা বাধ্যতামূলক নয়। এটা তাদের মর্জির উপর নির্ভর করে। মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক, এই আর্জি নিয়ে সম্প্রতি দুই মুসলিম মহিলা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের বক্তব্য, এই বিধি-নিষেধ অসাংবিধানিক এবং এর ফলে সকলের সমানাধিকারের ধারা লঙ্ঘিত হচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই আদালতে বক্তব্য পেশ করে ল বোর্ড। তাদের বক্তব্য, যেহেতু ইসলামে এরকম কোনও বিধিনিষেধের কথা বলা নেই, তাই এ ধরনের ফতোয়াকে কোনও রকম গুরুত্ব দেওয়ার মানে হয় না।
পার্থক্য শুধু একটাই যে, পুরুষদের ক্ষেত্রে মসজিদে গিয়ে নামাজ পড়া বাধ্যতামূলক, মহিলাদের ক্ষেত্রে সেটা নয়। তারা মসজিদে যাবেন, নাকি বাড়িতে বসেই প্রার্থনা করবেন সেটা তাদের নিজস্ব বিষয়। এমনকি শুক্রবারের নামাজের জমায়েতে অংশ নেওয়া তাদের জন্য বাধ্যতামূলক নয়। সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি হবে। ল-বোর্ডের এই ধরনের বক্তব্যের পর এই মামলা কোন দিকে যায় সেটাই এখন দেখার।