মহিলারা রাস্তায় বেরলে যাতে সুরক্ষিত অবস্থায় বাড়ি ফিরতে পারে তারজন্য নারী সুরক্ষায় এক নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রক। বৃহস্পতিবার মহিলাদের সুরক্ষা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এই প্রস্তাব রাখেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। যে সমস্ত শহরের জনসংখ্যা এক কোটিরও বেশি, সেখানে মহিলাদের জন্য গোলাপি বাস চালু করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী। তিনি জানিয়েছেন, মহিলাদের জন্য নির্ধারিত ওই বাসের চালক এবং কন্ডাক্টরের দায়িত্বে থাকবেন মহিলারাই। জানা গেছে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে বড় বড় শহরগুলিতে মহিলারা রাস্তায় বেরিয়ে হেনস্তার শিকার হচ্ছেন। এমনকী যাতায়াতের পথে বাস বা ক্যাবে নানান ঘটনা ঘটছে। আর সেই কারণেই এই গোলাপই বাসের নয়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র। এই বাস চলাচলের ফলে বিশেষভাবে উপকৃত হবে মহিলারা।
এক কোটির বেশি জনসংখ্যা রয়েছে যে সমস্ত শহরগুলিতে, সেখানে এই গোলাপি বাস চালানো হবে বলে জানা গেছে। তবে এই বাস কবে এবং কীভাবে চালু হবে তার যথাযথ নির্দেশিকা এখনও পাওয়া যায়নি। তবে মহিলা সুরক্ষার সার্থে এবার যে খুব তাড়াতাড়ি রাস্তায় নামতে চলেছে গোলাপি বাস, তা বলাই বাহুল্য। কলকাতা শহরেও চলবে এই গোলাপি বাস।