লকডাউন চলাকালীন বিশেষ প্রয়োজনে বাইরে বেরিয়েছেন, কিন্ত মাস্ক পরেননি? তাহলে কিন্ত আপনার বাইরে বেরনোর উদ্দেশ্য সফল নাও হতে পারে। কারণ মাস্ক ছাড়া আপনাকে এবার রাস্তায় দেখলে বাড়ি ফিরিয়ে দিতে পারে আইনের রক্ষকরা। কারণ করোনা সংক্রমণ রুখতে এবার এরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এব্যাপারে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা একটি নির্দেশনামা জারি করেছেন। তাতে বলা হয়েছে, বাজার চলতি মাস্ক ছাড়াও সঠিকভাবে ভাঁজ করা কাপড়ের টুকরো, গামছা বা রুমাল যা মুখ, নাক ঢেকে রাখতে সক্ষম তাও ব্যবহার করা যেতে পারে। এ ব্যাপারে কড়া নজরদারি করারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দেশে এই মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। প্রতিদিন বহু মানুষ মারা যাচ্ছে। এই মুহূর্তে দেশজুড়ে লকডাউন চললেও অনেকের মধ্যেই তা ভেঙে বাইরে বেরনোর প্রবণতা দেখা যাচ্ছে। এমনকী রাস্তায় বেরিয়ে অনেকে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। এদিকে হাঁচি, কাশির কণা থেকে অন্যের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তাই এবার মাস্ক পরা বাধ্যতামূলক করার পথে হাঁটল রাজ্য। কারণ মাস্ক বা রুমাল জাতীয় কোনও কিছু দিয়ে চোখ, মুখ ঢেকে রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই কিছু দিয়ে মুখ ঢেকে তবেই প্রয়োজনীয় কাজে বাইরে বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এর আগে দেশের আরও কয়েকটি রাজ্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এবার একই পথে হাঁটল বাংলাও।