মুখ্যমন্ত্রীর বুথ কর্মী সম্মেলন শেষে পুরসভার কর্মীদের দিয়ে শ্মশান রোড এলাকা পরিষ্কার করালেন মহাপ্রসাদ সেনগুপ্ত । মঙ্গলবার বাঁকুড়ার সতীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ কর্মী সম্মেলন করেন। জেলার বিভিন্ন ব্লক থেকে আশা কর্মীদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল দলের তরফে। বাঁকুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের শ্মশান রোড এলাকা নোংরা আবর্জনায় ভরে গিয়েছিল।
আর সে কারণেই সময় নষ্ট না করে পরিবেশ দূষিত হওয়ার আগেই নোংরা আবর্জনা পরিষ্কারের কাজে হাত লাগাল বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত । বাঁকুড়ার কুড়ি নম্বর ওয়ার্ডের শ্মশান রোড এলাকা কর্মীদের খাওয়া-দাওয়ার পর নোংরা আবর্জনায় ভরে উঠেছিল। আর তাই বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত পৌরসভার কর্মীদের নিয়ে সেই নোংরা আবর্জনা পরিষ্কারের কাজে হাত লাগালেন । মহাপ্রসাদ সেনগুপ্তের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাঁকুড়া শহরবাসী।
চেয়ারম্যান বলেন , বুথ কর্মী সম্মেলনে এক লক্ষ কুড়ি হাজার কর্মী-সমর্থক জমায়েত হয়েছিলেন । তাদের জন্য খাওয়া-দাওয়ার যে বন্দোবস্ত করা হয়েছিল তার ফলে রাস্তাঘাট নোংরা হয়ে গিয়েছিল । তাই সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে পুরসভার তরফে এলাকা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।