দেশ

মোদি সরকারের কর্মসংস্থানের নয়া প্রকল্পে আবেদনের সংখ্যা ১ কোটির বেশি।

দেশের বেকারত্ব ঠিক কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে তা মোদির পোর্টাল জবের ক্ষেত্রে প্রমাণ হল। এই পোর্টালে চাকরির জন্য আবেদন এক কোটিরও বেশি বেকার মানুষের। ৬৭.৯৯ লক্ষ চাকরির তথ্য রয়েছে পোর্টালে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার লোকসভায় এক প্রশ্নের জবাবে পরিষ্কার করে দিয়েছিলেন যে এনসিএস পোর্টালের মাধ্যমে কতজন লোক চাকরি পেয়েছেন, সে বিষয়ে অবশ্য তথ্য রাখা হয় না।পোর্টালটিতে নথিবদ্ধ শূন্যপদ ও নথিবদ্ধ বেকার সম্পর্কে তথ্য দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে কেন্দ্রে মোদি সরকার বিশেষ উদ্যোগ নেয় চাকরির জন্য নয়া এই উদ্যোগ নেন। এই পোর্টালে কর্মহীনরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কিত তথ্য দিয়ে একটি প্রোফাইল তৈরি করেন। একই সঙ্গে, চাকরি সরবরাহকারী সংস্থাগুলিও এখানে নিজেদের বিবরণ নথিবদ্ধ করতে পারে। ২০১৫ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত ওই পোর্টালটি দেখলে দেখা যাবে চাকরি প্রার্থীর তুলনায় কর্মসংস্থানের পরিস্থিতি সন্তোষজনক নয়। প্রথম বছর ২০১৫–১৬ সালে ১ লক্ষ ৪৭ হাজার ৭৮০টি চাকরির কথা পোর্টালটির দ্বারা জানানো হয়েছিল। ওই বছর চাকরি পেয়েছিল ৩২ হাজার ৯১৬ জন।

প্রথম বছর চাকরি দেওয়া কেবল ৫৫৯টি সংস্থা পোর্টালে রয়েছে। ধীরে ধীরে পোর্টালের খবর ছড়াতে শুরু করলে কর্মহীনের সংখ্যা আরও বাড়তে শুরু করে। ক্রমে পরিস্থিতি আরও খারাপ হয়। বর্তমানে এক কোটি চার লক্ষ ৫৪ হাজার ৮০৮ জন বেকার রয়েছেন সেখানে। যেখানে শূন্যপদ মাত্র ২৬ হাজার ৩০৮টি। সবথেকে বেশি কর্মসংস্থান রয়েছে কর্নাটকে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। এই দুই রাজ্যে যথাক্রমে ৪৫,৭৬৪টি ও ৪২,৫০৬টি কর্মসংস্থান রয়েছে। পশ্চিমবঙ্গে ৪,৪১৭টি কর্মসংস্থান রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, কর্মপ্রত্যাশীদের সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থান সম্পর্কে অবহিত করা হয়। সেজন্য এই পোর্টাল সম্পর্কে সকলকে জানানো হয়েছে। সংস্থাগুলিকেও পোর্টালে যোগদানের জন্য উৎসাহিত করা হয়।

Loading

Leave a Reply