শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবের সঙ্গে ঐতিহাসিক চুক্তি হওয়ার পর শনিবার আইএসএলের ম্যাচে এফ সি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে এটিকে। আগামী জুন মাস থেকে এটিকে-মোহনবাগান ক্লাবের পথচলা শুরু হচ্ছে। তার আগে অবশ্য শেষ বার আইএসএলে চ্যাম্পিয়ন হতে মরিয়া এটিকে। এমনকি এটিকে সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন এইভাবে একটা ক্লাবকে উন্নতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে হয়। ফুটবল এখন অনেক পেশাদার হয়েছে।
মোহনবাগান এটিকে যে পথে এগিয়েছে তাকেই বলে পেশাদারিত্ব। কলকাতার দুই প্রচীন ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগানকে চূড়ান্ত পেশাদার হতে হবে। এদিকে বর্তমানে লিগ টেবিলে এক নম্বরে শেষ করতে পারলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল রাউন্ডে খেলতে পারবে এটিকে। আইএসএলে কলকাতার দর্শকদের বেশি করে টানতে এটিকের সঙ্গে মোহনবাগানের জুড়ে যাওয়ার কোনও প্রভাব শুক্রবার সল্টলেক স্টেডিয়ামে পড়ে কিনা সেটা অবশ্য দেখার বিষয়। বর্তমানে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এফসি গোয়া। ১২ ম্যাচে ২১পয়েন্ট নিয়ে এটিকে তৃতীয় স্থানে রয়েছে। দুবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে গত ম্যাচে ঘরের মাঠে কেরলের কাছে হেরেছে। তাই আজকের ম্যাচ জিততে মরিয়া হাবাসের দল।