রাজ্য

যত্রতত্র পড়ে থাকছে ব্যবহৃত পিপিই কিট।

যখন কলকাতা সহ সমস্ত পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করনা সংক্রমণ। সেখানেই দেখা গেলে প্রশাসনিক  উদাসীনতার ছবি। দক্ষিণ  কলকাতার একটি বেসরকারি নার্সিং হোম বেলভিউ এর সামনে পড়ে আছে ব্যবহার করা পিপিই কিট। নার্সিংহোমের থেকে দশপা দূরত্বে ব্যবহৃত পেটিকোট পড়ে থাকতে দেখায় মানুষের ভায় বারছে। অপরদিকে প্রশ্ন উঠছে ওই বেলভিও নার্সিংহোমের কোন কর্মী বা চিকিৎসক হয়তো এই কিট ব্যবহার করে এখানে ফেলে রেখে গেছে। এই পিপিই কিট থেকে যে কোন সময় করোনা ছড়াতে পারে ।

কিছু মানুষ বলেছেন এই কিট সাধারণত ব্যবহার করেন নার্সিংহোমের চিকিৎসক এবং নার্সরা। পড়ে থাকা কিট এর পাশ দিয়ে প্রচুর মানুষের যাতায়াত। যেকোনো সময় করনা সংক্রমণ ঘটতে পারে। অপরদিকে প্রশ্ন উঠছে রাস্তা দিয়ে বহু মানুষের যাতায়াত। প্রশ্ন উঠছে কলকাতা পৌরসভার পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করা হয়নি কেন? রাস্তার মধ্যে পিপিই কিট পড়ে থাকতে দেখা যাচ্ছে কিভাবে। একদিকে যেমন নার্সিংহোম কর্তৃপক্ষ গুলি দোশারধ করছে প্রশাসনকে, আবার অন্যদিকে প্রশ্ন উঠছে নার্সিংহোম এর বিরুদ্ধে।

Loading

Leave a Reply