দেশ

রাজ্যসভাতেও এবার সংখ্যাগরিষ্ঠতার পথে এগচ্ছে বিজেপি, কিন্তু কোন অঙ্কে?

রাজ্যসভাতেও এবার সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। বহু টালবাহানার পর অবশেষে গুজরাতের রাজ্যসভা নির্বাচনের ফলাফল খানিকটা অবাক করেছে গেরুয়া কর্মী-সমর্থকদের। চওড়া হাসি গেরুয়া শিবিরের নেতাদের মুখে। কারণ অপ্রত্যাশিতভাবে গুজরাতে দুই আসনের জায়গায় তিন আসনে জয় পেয়ে গেল বিজেপি। ফলে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার দিকে আরও খানিকটা অগ্রসর হয়ে গেল গেরুয়া শিবির।

গুজরাতে ভোট ঘোষণার আগে পর্যন্ত একপ্রকার নিশ্চিত ছিল যে চারটি আসনের মধ্যে দুটি পাবে কংগ্রেস ও দুটি যাবে গেরুয়া শিবিরের ঝুলিতে। কিন্তু ভোট ঘোষণার পর দেখা গেল একের পর এক কংগ্রেস বিধায়ক পদত্যাগ করে বিজেপিতে শামিল হচ্ছেন। ফলে ৭৩ থেকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়ে যায় ৬৫। এমনকী শেষদিকে ‘হাইজ্যাক’ অাটকাতে ওই ৬৫ জন বিধায়ককে আলাদা আলাদা করে রাজস্থানের রিসর্টে নিয়ে যাওয়া হয়। কংগ্রেসের এক বিধায়ক করোনা আক্রান্ত হওয়ায় পিপিই কিট পরে ভোট দিতে আসেন। কংগ্রেস ভারতীয় ট্রাইবাল পার্টির দুই বিধায়ককে নিজেদের শিবিরে ভিড়ানোর চেষ্টা করে। এমনকী বেআইনিভাবে ভোট দেওয়ার অভিযোগে বিজেপির দুই বিধায়কের ভোট বাতিলের দাবি জানায়। কিন্তু শেষ অবধি সফল হয়নি হাত শিবির। শেষপর্যন্ত তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী পরাজিত হয়ে তিনটি অাসন ছিনিয়ে নয় বিজেপি। গুজরাতে বড় ধাক্কা খেতে হল কংগ্রেসকে। একইভাবে মণিপুরে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন দাবি করলেও একমাত্র আসনের নির্বাচনে জিতেছে বিজেপিই।

এর আগে মধ্যপ্রদেশে রাজ্যসভার দুটি আসনে জয়লাভ করে বিজেপি। যেখানে কংগ্রেসের দখলে আসে একটি আসন। তবে রাজস্থানে বিজেপিকে ব্যাকফুটে ফেলে দুটি আসনে জেতে কংগ্রেস। ঝাড়খণ্ডে একটি আসনে যেতে জেএমএম, আরএকটি আসন গিয়েছে বিজেপির দখলে। সবরাজ্য মিলিয়ে ১৯টি আসনের নির্বাচনে বিজেপি পকেটে পুরেছে ৮টি আসন, কংগ্রেস জিতেছে ৪টিতে, বিজেপির জোটসঙ্গীরা জয়ী ২টি আসনে, কংগ্রেসের জোট সঙ্গীরা জিতেছে একটি আসনে। তবে এই ফলাফলের জেরে ২৪৫ আসনের রাজ্যসভায় বিজেপির একার দখলে এল ৮৫টি আসন। এনডিএ জোটের আসনসংখ্যা পেরিয়ে গেল ১১০। সেই সঙ্গে আছেন ৪ জন মনোনীত সদস্য। অন্যদিকে কংগ্রেসের একার দখলে রইল মাত্র ৪০টি আসন। ইউপিএ জোটের দখলে রইল ৬১টি আসন। বাকিদের দখলে বাকি ৬৫টি আসন।

Loading

Leave a Reply