রাজ্য

রাজ্যের সীমানা সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রক থেকে।

গতকাল দিল্লির পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার চিত্র গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে সারা ভারতবর্ষ করোনা আতঙ্কে কম্পমান। দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বাড়ি ফেরার জন্য হাজার হাজার শ্রমিক দিল্লির পথে নামে। আর এরপরই নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। আজ স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি রাজ্য নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে প্রতিটি রাজ্যের এবং জেলার সীমানা কঠোরভাবে সিল করে দেওয়ার জন্য। যাতে কোনভাবে বাইরের রাজ্য থেকে বা জেলা থেকে কেউ প্রবেশ করতে না পারে।

পাশাপাশি প্রতিটি রাজ্য কে চিঠি দিয়ে জানানো হয়েছে যাতে করে ভিন রাজ্যের শ্রমিকদের সঠিক ভাবে স্বাস্থ্য, থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। অন্যদিকে আরো বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে মালিকের দায়িত্বে শ্রমিকরা কাজ করেন সেই মালিকরা কোনোভাবেই এই পরিস্থিতিতে কাজ না করার জন্য শ্রমিকদের মাইনা কাটতে পারবে না। যে বাড়ি ভাড়া করে শ্রমিকরা থাকেন সেই বাড়ির মালিকদের বলা হয়েছে যেন কোনোভাবেই শ্রমিকদের ওপর টাকার জন্য চাপ সৃষ্টি করা না হয়। পাশাপাশি প্রত্যেককেই 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

Loading

Leave a Reply