রাজ্য

রাজ্যে কতজনের করোনা টেস্ট হয়েছে, কতজনের স্কিনিং হয়েছে ও কতজনকে বাড়িতে নজরদারিতে রাখা হয়েছে একনজরে দেখে নিন।

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মূলত কোন বেসরকারি হাসপাতালে আইসোলেশন বিভাগের কেমন অবস্থা আছে তা জানার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী নার্সিংহোম কর্তৃপক্ষকে জানান এটা ব্যবসা করার সময় নয়। সকলকে জোটবদ্ধ লড়াই করতে হবে। তবেই রাজ্য জিতবে। বিভিন্ন হাসপাতালের বেড সংখ্যা কতটা করে বেড়েছে তার বিস্তারিত বিবরণ এই দিনের বৈঠকে দেওয়া হয়। মন্ত্রী জানিয়েছেন বেলেঘাটা আইডিতে চাপ বাড়ছে সেই কারণে এখানকার সিট সংখ্যা ১০০ করে দেওয়া হলো।

পাশাপাশি আরজিকরে অতিরিক্ত ৫০ টি ব্যবস্থা করা হয়েছে বাংলা ১৫০ বেড রাখা হচ্ছে। এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। তিনি বলেন প্রয়োজনীয় কিট কেন্দ্র সরবরাহ করছে না। পাশাপাশি নতুন পরীক্ষা কেন্দ্র গড়ার অনুমতি মিলছে না। এই পরিস্থিতিতে কয়েকদিনের মধ্যেই আরো তিনটি নতুন পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য। উত্তরবঙ্গ, মেদিনীপুর ও বর্ধমান মেডিকেল কলেজে খোলা হতে পারে পরীক্ষাকেন্দ্র। অতিরিক্ত তিনটি পরীক্ষা কেন্দ্র খোলা হলে বেলেঘাটার ওপর অনেকটাই চাপ কমবে পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোরনা মোকাবিলার জন্য নতুন করে ৩০৯ ভেন্টিলেশন মেশিন ও ৭০ টি আইসোলেশন মেশিনের বরাত দেওয়া হয়েছে।

এ দিনের বৈঠকে রাজ্যে করোনা সংক্রান্ত রোগীদের তথ্য জানান মুখ্যমন্ত্রী। জানা গেছে এখনো পর্যন্ত করোনার কারণে স্কিনিং হয়েছে ৩লক্ষ ৯৯হাজার ৪৬৯ জনের।এই মুহূর্তে আইসোলেশন এ আছেন ২৫ জন। একজনের মাত্র পজেটিভ পাওয়া গেছে। আর বাড়ির মধ্যে নজরদারিতে রাখা হয়েছে ১৭হাজার ৫৫৭ জনকে। উল্লেখ্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে হু সাধুবাদ জানিয়েছেন। এখন দেখার সরকার শেষ পর্যন্ত কতটা করোনা মোকাবিলায় সফল হয়।

Loading

Leave a Reply