ফের আক্রান্তের সংখ্যায় রেকর্ড হল ভারতে। রোজই আক্রান্তের সংখ্যায় ছাপিয়ে আগের দিনের রেকর্ডকে ছাপিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৮ হাজার ৩৮০ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। যা এখনও পর্যন্ত সর্বাধিক। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৩ জনের। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৮২ হাজার ১৪৩। তাঁদের মধ্যে অবশ্য ৮৬ হাজার ৯৮৩ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন।
মৃত্যু হয়েছে মোট ৫ হাজার ১৬৪ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৯৯৫। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে এমনই তথ্য পাওয়া গিয়েছে। তবে, লকডাউন ৪ আজই শেষ হয়ে যাচ্ছে। কাল থেকে শুরু হচ্ছে আনলক ১। কার্যত বলাই যায় যে দেশকে ধীরে ধীরে স্বাভাবিক করার পথেই হাঁটছে দেশ। এই পরিস্থিতিতে রোজই আক্রান্তের রেকর্ড হওয়ায় রীতিমতো উদ্বেগ বাড়ছে।