এবার মাসে একদিন করে বিক্রি হবে রেশনের পণ্য। গ্রাহকদের একদিনেই গোটা মাসের জন্য বরাদ্দ নিতে হবে রেশন থেকে এমনটাই নোটিশ জারি করতে চলেছে রাজ্য সংশ্লিষ্ট দপ্তর। রাজ্য সরকারের তরফে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই ঘোষণা করেন। মন্ত্রী বলেন, গ্রাহকদের প্রতি সপ্তাহের খাটনি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞাপ্ত জারি করবে নবান্ন।
খাদ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, মাসের যে কোনও তারিখে গেলেই রেশন তোলা যাবে না। প্রত্যেক গ্রাহক পরিবারের জন্য দিন নির্দিষ্ট করে দেওয়া হবে। সেই দিনেই গিয়ে বরাদ্দ চাল, চিনি, গম নিয়ে আসতে হবে। এরফলে গ্রাহকদের কোনও অসুবিধাই হবে না নতুন এই নিয়মে। মন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি রেশন দোকানেই ই-পস মেশিনের মাধ্যমেই পণ্য দেওয়া হবে।