দেশ

লকডাউনকে উপেক্ষা করে চলছে শান্তির বাজার মহকুমার লোকজন

ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট দক্ষিণ ত্রিপুরা:-বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের মহামারি। এই মহামারিথেকে সকলকে রক্ষারজন্য দেশজুরে চলছে লকডাউন পক্রিয়া। এই লকডাউন চলাকালিন অতিপ্রয়োজন ছারা বাড়ি ঘর থেকে বের না হবারজন্য বিশেষ আহব্বান জানানোর পরও এই লকডাউনকে উপেক্ষাকরে চলছে শান্তির বাজার মহকুমার বিভন্ন এলাকার লোকজনেরা। প্রতিনিয়ত সকাল বিকাল নিজ খুশি মতো সকলে ঘুরে বেরাচ্ছে। এরমধ্যে শান্তির বাজার পৌর পরিষদ এলাকায় ও বিভিন্ন গ্রাম এলাকায় সকাল বিকেল লোকজনেরা রাস্তার পাশে বসে বা দারিয়ে গল্পে মাতোয়ারা হয়ে থাকে।


অপরদিকে শান্তির বাজার মহকুমার লাউগাং বাজারে বিকেলবেলায় চায়ের দোকান খুলে সকলে বেশ আমেজের সহিত আড্ডা মারতে দেখাযায়। এই নিয়ে চা দোকানের মালিক ও লোকজনদের কাছে জানতেচাইলে কেউ সৎউত্তর দিতে পারেননি। এই বাজারে আরক্ষা প্রশাসনের লোকজন যাননা বলেই চলে। যারফলে লাউগাং বাজারে দোকানের পাশাপাশি লোকজনেরা ঠাকুরের মন্দিরে বসে তাস খেলায় মগ্নহয়েথাকে। এক কথায় বলাচলে এই এলাকার লোকজন লকডাউনকে উপেক্ষা করে নিজেদের খেয়ালখুশি মতো চলছে। লকডাউন চলাকালিন বাজারের পাশাপাশি গ্রামিন এলাকাগুলিতেও পুলিশের নজরদারি বাড়াতেহবে বলে আশাবেক্ত করেন অভিঞ্জমহল।

Loading

Leave a Reply