লকডাউনে নির্জন রাস্তার পাশে একটি ঘর থেকে উদ্ধার হল একটি ফুটফুটে সদ্যোজাত কন্যাসন্তান। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার বলরামপুর এলাকায় ৷ আর এই সদ্যোজাত শিশুকে দেখতে উৎসাহী মানুষের ভিড় দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকার কানা দ্বারকেশ্বর নদীর অপর প্রান্তে একটি ঘরে শিশুটির কান্না শুনতে পান এক মহিলা। পরে গিয়ে দেখেন এক সদ্যজাত শিশুকন্যা কাপড় জড়ানো অবস্থায় পড়ে পড়ে কাঁদছে। স্তম্ভিত হয়ে যান তিনি। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় এক গৃহবধূ। তিনি ওই ফুটফুটে শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে মানুষ করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু পরিস্থিতি বেগতিক হওয়ায় পরে খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ গিয়ে ওই নবজাতককে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে।
আরামবাগ মহকুমা হাসপাতালের শিশু চিকিৎসক বাচ্চাটিকে দেখে ওই হাসপাতালের এস.এন.সি.ইউ বিভাগে ভর্তি করে নেন।হাসপাতাল সুত্রের খবর, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, কন্যা সন্তান হওয়ার কারনেই কেউ নির্জন দুপুরে শিশুটিকে ঘরের সামনে ফেলে দিয়ে পালিয়ে যায়। নবজাতকের বয়স হবে ৩-৪দিন। এমন নিষ্পাপ শিশুটিকে, কে বা কারা কেন ফেলে দিয়ে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ।
অনেকে বলছেন, এই ঘটনা প্রমাণ করল কন্যা সন্তান মানেই যেন পাপ। যেখানে সারা বিশ্ব জুড়েই সচেতনতা বাড়াতে চলছে বিভিন্ন প্রচার। রাজ্যের কন্যাশ্রী প্রকল্প সম্মানিত হয়েছে বিশ্বের দরবারে। তবুও বাবা-মার কাছে যেন ঠাঁই হচ্ছে না সদ্য জন্ম নেওয়া ফুলের মতো শিশু কন্যাদের।