জেলা

শ্রীরামপুরে একই দড়িতে দম্পতির ঝুলন্তদেহ উদ্ধার, চাঞ্চল্য

দম্পতি আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শ্রীরামপুর মাহেশ কলোনীতে।মঙ্গলবার দুপুর একটা নাগাদ ঘরের মধ্যে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় খোকন চক্রবর্তী ও তাঁর স্ত্রী অঞ্জু চক্রবর্তীকে।শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। পারিবারিক অশান্তির জেরেই দম্পতি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

খোকন চক্রবর্তী প্লাম্বারের কাজ করতেন।তাদের একমাত্র ছেলে অমিত মেডিকেল কলেজের করণিক।মাস দুয়েক আগে বিয়ে হয় অমিতের। সম্প্রতি বাবা মাকে ছেড়ে আলাদা থাকতে চাওয়ায় পরিবারে অশান্তি চলছিল বলে খবর। আর তা থেকেই বিবাদ চলছিল। এদিন সকালে দম্পতির ঝুলন্তদেহ উদ্ধার হয়। তবে কি কারণে এই দুর্ঘটনা ভেবে পাচ্ছেন না পরিবারের লোকজন।

Loading

Leave a Reply