জেলা

সংক্রমণ রুখতে এবার ছটপুজোয় একাধিক বিধি নিষেধ আরোপ

পরিবার থেকে মাত্র দু’জন করে একসাথে গঙ্গায় আসতে পারবেন। ছট পুজো নিয়ে এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি ঢাক ছাড়া কোনরকম সাউন্ড সিস্টেম ব্যাবহার করা যাবে না। আতসবাজির ক্ষেত্রে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ফলে করোনা আবহে বিধিনিষেধ মেনেই ছট পুজো পালন করতে হবে হিন্দী বলয়ের মানুষদের। হুগলি-চুঁচুড়া পৌরসভার আওতাভূক্ত ১৩টি গঙ্গার ঘাটে এবারে ছট পুজো দেওয়া যাবে। বুধবার দিনভর সেইসমস্ত ঘাটগুলি সাফাই করার কাজ চলে।

পুরকর্মীরা সেইসমস্ত ঘাট সাফাই অভিযানে নামেন। এদিন এই কাজ দেখতে উপস্থিত হন পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, কো-অর্ডিনেটর পার্থ সাহা সহ অন্যান্যরা। এদিন পৌরপ্রধান বলেন ঘাটে পুলিশি নজরদারির পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ব্যাবস্থা থেকে শুরু জন পরিষেবায় সবরকমের ব্যবস্থা রাখা হবে।

Loading

Leave a Reply