এবার সরকারি কর্মচারীদের জন্য রাজ্যের পক্ষ থেকে নতুন গাইডলাইন প্রকাশ করা হল। এই গাইডলাইনে বলা হয়েছে, এবার থেকে সরকারি অফিসগুলিতে ৭০ শতাংশের বদলে ৫০ শতাংশ কর্মী আসবেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। (Image Source: Google)
কড়া লকডাউন পর্বে একাধিক সরকারি দফতরের একাধিক বিভাগ তালাবন্ধই ছিল। শুধুমাত্র জরুরি পরিষেবার বিভাগগুলি (যেমন পুর ও পঞ্চায়েতের স্বাস্থ্য বিভাগ, জল ইত্যাদি বিভাগ) খোলা ছিল। আনলক ওয়ান পর্বে ২৫ শতাংশকর্মী নিয়ে সপ্তাহে তিন দিন হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল সরকারি কর্মচারীদের। তারপর তা বাড়িয়ে করা হয়েছিল ৫০ শতাংশ। কিন্তু আনলকের দ্বিতীয় ভাগে ঢোকার পর ৭০ শতাংশ করা হয় সংখ্যাটা, অনেক দফতর সুবিধা মতো সিদ্ধান্ত নিচ্ছিল। এবার ফের রাজ্য সরকার হাজিরার শতাংশ বেঁধে দিল। (Image Source: Google)