জেলা

সাংসদ লকেট চ্যাটার্জি ও অর্জুন সিংয়ের নামে অভিযোগ দায়ের, ২২ তারিখ তদন্তের জন্য ডাকা হল ২ হেভিওয়েটকে

চন্দননগর কমিশনারেট সূত্রে খবর, বিজেপির ২ সাংসদ লকেট চ্যাটার্জী ও অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। দু’জনকেই আগামি ২২তারিখ তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে খবর। তেলেনিপাড়াকান্ড নিয়ে ফের সরব হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। শনিবার বিজেপির কার্যালয়ে এসে এক সাংবাদিক বৈঠক করে লকেট চ্যাটার্জী বলেন, তেলেনিপাড়াকান্ডে যারা গ্রেপ্তার হয়েছে তাঁদের মধ্যে সিংভাগই নিরীহ লোক। তেলেনিপাড়ায় বাইরে থেকে লোক এনে হিংসা ছড়ানো হয়েছে। অন্যদিকে এদিন লকেট চ্যাটার্জীকে পাল্টা একহাত নেন তৃণমূলের হুগলি

জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন তেলেনিপাড়ার অশান্তি বাড়াতেই সাংসদ
লকেট চ্যাটার্জী, ব্যারাকপুরের অর্জুন সিংয়ের মত সাংসদকে নিয়ে এসেছিল। আসলে
বিজেপির উদ্যেশ্য এলাকায় অশান্তি তৈরি করা। তারা চায় মানুষের মধ্যে বিভাজন
করতে। উল্লেখ্য, তেলেনিপাড়া নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে শুক্রবারই
সোনারপুরের বাসিন্দা সুতপা মাইতিকে গ্রেপ্তার করে পুলিশ। সুতপাকে বিজেপির
সমর্থক হিসাবে দাবি করেন লকেট। অন্যদিকে লকেট চ্যাটার্জীর সাথে তেলেনিপাড়া
নিয়ে কোন কথা না বললেও গতকাল সেবিষয়ে চন্দননগর থানায় সিপির সাথে
রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের কথা কিভাবে হল সেবিষয়েও প্রশ্ন তোলেন তারকা সাংসদ
লকেট চ্যাটার্জি।

Loading

Leave a Reply