বিনোদন

সাফল্যের শীর্ষে পায়েল সরকারের বাস্তব

২ রা জুলাই দীর্ঘ্য প্রতীক্ষার পরে মুক্তি পায় পায়েল সরকারের বাস্তব। মুক্তির এক দিন আগে থেকেই শুরু হয় প্রি বুকিং। কিন্তু এই লকডাউনের সময়ে রেকর্ড সৃষ্টি করে এই বাস্তব উপন্যাস টি। শুধু তাই নয় , মুক্তির পরেও দারুন ভাবে বুকিং চলে। অসংখ্য মানুষের হাতে হাতে এখন এই বাস্তব উপন্যাসটি। অসংখ্য গৃহবন্দি মানুষ এখন এই উপন্যাসের মাধ্যমে নিজেদের মনের মানসিক অবসাদ কাটাচ্ছে।

এই লকডাউনে যখন সব মানুষ কি করবে এই নিয়ে যখন অবসান্ত তখনই দেবদুতের মতো আবির্ভাব হয় পায়েলের এই বাস্তব উপন্যাসটি। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন দেব চ্যাটার্জী র হাত ধরে বাস্তবের এক সুন্দর উদ্বোধন ঘটলো।ওনার আগামী কাজের জন্য রইল অনেক অভিনন্দন।

Loading

Leave a Reply