দেশ

সিএএ নিয়ে রাহুলকে নিশানা জেপি নাড্ডার

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাহুল গান্ধী দেশবাসীকে ভুল পথে পরিচালনা করছেন। এমনই অভিযোগ তুলে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে সিএএ নিয়ে দশটি বাক্য বলতে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। সিএএর সমর্থনে দিল্লিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন নাড্ডা। ওই অনুষ্ঠান থেকেই এনিয়ে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের নিশানা করেন তিনি। আইন সম্পর্কে না জেনেই বেশ কিছু ব্যক্তি দেশবাসীকে ভুল পথে পরিচালিত করছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, কংগ্রেসের এর বিরোধিতা করছে।

এই আইন সম্পর্কে রাহুল গান্ধীকে দশটি বাক্য বলতে চ্যালেঞ্জ করছি। ওঁর কি সমস্যা আমাদেরকে জানানো উচিত নয়। যেহেতু এমন একটি বড় দলকে নেতৃত্ব দিচ্ছেন তাই কেন তিনি সিএএর বিরোধিতা করছেন রাহুলকে বলতে হবে। কিন্তু এনিয়ে দেশবাসীকে তাঁর ভুল পথে পরিচালিত করা একেবারেই উচিত নয়। যদিও এর পাল্টা হিসেবে কংগ্রেসের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তাই নাড্ডার কথার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী কোনও সভা বা টুইট করে কিছু বিবৃতি দেন কিনা সেটাই এখন দেখার।

Loading

Leave a Reply