খুব শিগগিরই শুরু হচ্ছে পরমব্রতর নতুন অভিযান। এবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সৌমিত্র চট্টোপাধ্যায় এর বায়োপিকের পরিচালনা করছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। যীশুর কাছে এটা একটা বাড়তি চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অতীত এবং বর্তমান মিলে ষাট বছরের অভিনয় জীবন তুলে ধরা হবে এই বায়োপিকে। পরমব্রত জানান, তথ্য সংগ্রহের জন্য বহু রিসার্চ করতে হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বর্তমান ও অতীত তুলে ধরা হবে। সৌমিত্রবাবু কেবলমাত্র বাংলা নয় সমগ্র ভারতবর্ষে এক অনবদ্য চরিত্র। তাঁর বায়োগ্রাফির জন্য প্রচণ্ড খাটতে হয়েছে।
পরমব্রত জানান, প্রায় ৬-৭ ঘণ্টা ওঁর গলা রেকর্ডিং করেছেন। ওঁর অনেকগুলি বইকেও অনুকরণ করা হয়েছে। প্রতিদিনই ওঁর সঙ্গে সময় কাটিয়ে অনেক কিছু উঠে এসেছে এই বায়োগ্রাফির জন্য। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় বায়োগ্রাফি জন্য অত্যন্ত খুশি। অপরদিকে যীশু সেনগুপ্তের কাছে সৌমিত্রের চরিত্রে অভিনয় করা অত্যন্ত বড় চ্যালেঞ্জ। যীশু সেনগুপ্তের চরিত্রের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্র কোনওভাবেই খাপ খায় না। এখন দেখার, কত দিনে পরমব্রতর সৌমিত্রকে নিয়ে নতুন ছবি অভিযান সাধারণ মানুষের কাছে আসে। অবশ্য এই ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষের সাথে সাথে অভিনয় জগতের মানুষও বেশ উদ্বেগ প্রকাশ করেছে।