বিনোদন রাজ্য

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

করনা আক্রান্ত অভিনেতা চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা দিনদিন অবনতির দেখা দিচ্ছে। ১৬ জনের মেডিকেল টিম সর্বদাই নজর রেখেছেন কোভিড পজেটিভ বৃদ্ধ সৌমিত্র চট্টোপাধ্যায়ের দিকে। কিছুক্ষণ ছাড়া ছাড়াই তিনি রেগে যাচ্ছেন অত্যন্ত। এমনকি হাত পাও ছুড়ছেন ।পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। এমনকি তার শরীরে অস্থিরতা এতটাই বেশি মস্তিষ্কে এমআরআই করার কথা থাকলেও ডাক্তাররা তা করতে সাহস পাচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে বিজ্ঞানসম্মতভাবে এই রোগটি হলো করনা এনসেফেলাইটিস। এই রোগের ক্ষেত্রে রোগী অত্যন্ত অস্থির এবং চঞ্চল হয়ে ওঠেন।

পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মূত্রনালীতেও সংক্রমণ দেখা দিয়েছে। ইকোলাই এর জীবাণুর ধরা পড়েছে চট্টোপাধ্যায়ের শরীরে । অভিনেতা সর্বদাই তন্দ্রাচ্ছন্ন ভাবে রয়েছে এবং জ্বরের মাত্রা ১০১ ডিগ্রী থেকে কখনোই কমছে না। অক্সিজেনের মাত্রাও বেশ কিছুটা কম রয়েছে এখনও । এর আগে শনিবার প্লাজমা থেরাপি পর রবিবারেও দেওয়া হয় প্লাজমা। কিন্তু তাতেও অক্সিজেনের মাত্রা কম থাকায় উদগ্রীব চিকিৎসকরা। এমনকি তাঁর প্রোস্টেট ক্যান্সার উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের । রাইস টিউব দিয়ে  শরীরের মধ্যে খাবার প্রবেশ করাতে হচ্ছে। ডাক্তাররা উদ্বেগ প্রকাশ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ।সৌমিত্র অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় তার সুস্থতা কামনা করছেন মুহুর্মুহু ।এখন দেখার কত দ্রুত ৮৩ বছরের সৌমিত্র বাবু সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।

Leave a ReplyCancel reply