পৃথিবী কে সবুজ করার সংকল্প। সেই সংকল্প থেকেই গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে ‘স্বাধীনের’ এক সবুজ বিপ্লবের অঙ্গীকার। তবে এই বিপ্লব শসস্ত্র নেতিবাচক নয়। এই বিপ্লব, প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখার। পৃথিবীকে সুজলা সুফলা গড়ে তোলার বিপ্লব।
কিছুদিন আগে পর্যন্ত কেউই ভাবতে পারিনি আমাদের পৃথিবীর বুকে হঠাৎ করে হানা দেবে করোনা ভাইরাস নামক ভয়ঙ্কর মহামারী। যা আমাদের অনেক কিছু শিখিয়ে দিলো।শিখিয়ে দিলো মানবজাতি তুমি প্রস্তুত হও আগামী দিনের জন্য। করোনা ভাইরাস সংক্রমণে বিশ্ব যখন কম্পমান। তখন বিশ্বের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য এবং ভবিষ্যতে প্রকৃতির রোষ থেকে বাঁচার জন্য ‘স্বাধীন ট্রাস্ট’ একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।তাঁরা এই পদক্ষেপ পোশাকি নাম দিয়েছে ‘ট্রি প্লানেট চেইন’বা ‘বৃক্ষরোপণ শৃংখল’।
এই ট্রি-প্লান্টেশনের প্রাথমিক উদ্দেশ্য সংস্থার অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলি একে একে অপরকে বৃক্ষরোপণের চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এই কাজ প্রথম শুরু করা হয়েছিল শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে। তারপর সেটি এখনো চলছে।
এ বিষয়ে ট্রাস্টের সভাপতি মলয় পিট জানান, কোরনা চলে যাবে, লকডাউন উঠে যাবে, কিন্তু ভবিষ্যতে এরকম আমরা অন্য কোন চরম সঙ্কটের মধ্যে পড়বে কিনা তার কোনো সদুত্তর কারো কাছে নেই।তাই মানব সভ্যতা কে সুস্থ রাখতে পৃথিবীর অস্তিত্বের টিকিয়ে রাখতে অবশ্যই প্রাকৃতিক ভারসাম্য বিশেষভাবে প্রয়োজন। সেই ভারসাম্য টিকিয়ে রাখতেই আমাদের এই লড়াই।
তিনি আরো জানিয়েছেন, যখন কোরনা ভাইরাসের আক্রমণে সমস্ত কিছু বন্ধ তখন তাদের এই পলিটেকনিক কলেজে যারা পড়ুয়া তাদেরকে সমস্ত গাইডলাইন মেনে এখানে রাখা হয়েছে এবং এই বৃক্ষ রোপনের কাজ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে।