রাজ্য

১ অক্টোবর থেকে অনলাইনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর এর ফাইনাল পরীক্ষা শুরু, ফলপ্রকাশ ৩১ অক্টোবরের মধ্যে

করোনা পরিস্থিতিতে দেশজুড়ে পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের উৎকণ্ঠা বাড়ছিল। ব্যতিক্রম নয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। পরীক্ষা কবে হবে অথবা আদৌ হবে কি না তা নিয়ে পড়ুয়া থেকে অভিভাবকদের উৎকণ্ঠার শেষ ছিল না। অবশেষে পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১ অক্টোবর থেকে অনলাইনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর এর ফাইনাল পরীক্ষা শুরু হবে। চলতি মাসের মধ্যে সমস্ত বিষয়ের প্রাকটিক্যাল পরীক্ষা শেষ করা হবে। ছাত্র-ছাত্রীরা নিজেদের বাড়িতে বসেই ফাইনাল পরীক্ষা দিতে পারবেন। পড়ুয়াদের সুবিধার্থে উত্তর দেওয়ার জন্য প্রতিটি বিষয়ে ২৪ ঘণ্টা করে সময় দেওয়া হবে।

জানা গেছে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। ৩১ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করতেও বলা হয়েছে। আলোচনা মতো ১ অক্টোবর থেকে পরীক্ষা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একদিনে সব পরীক্ষা শুরু না হলেও একে একে সমস্ত বিষয়ের পরীক্ষা শুরু হবে। শীঘ্রই পরীক্ষার রুটিন তৈরি হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। বৈঠকে ঠিক হয়েছে, প্রতিটি বিষয়ে পরীক্ষা নেওয়ার জন্য ৫ ও ১০ নম্বরের দুই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নপত্র অনলাইনে ছাত্রছাত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

সেখানে বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্রে প্রথম পেজ দেওয়া থাকবে। ছাত্রছাত্রীরা তার নীচে এ ফোর সাইজের পেপার কিনে উত্তর লিখবেন। উত্তরপত্রে এক দুই তিন নম্বর করে সমস্ত পাতায় পেজ মার্ক করে দিতে হবে। অনলাইনেই সেই উত্তর পত্র পাঠাতে পারবেন ছাত্রছাত্রীরা।

Loading

Leave a Reply