দেশ রাজ্য

২৪ ঘন্টায় বাংলায় আক্রান্ত ৪, দেশে আক্রান্ত ৯২, এদেশে গোষ্ঠী সংক্রমণ হয়নি বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক

ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এবার বাংলায় গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫ জন। ভারতবর্ষের রোজই মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। এদিকে দেশে রোজই গড়ে ১০০জন করে ভারতবর্ষে আক্রান্ত হচ্ছেন মানুষ। এদিকে প্রত্যেকটি রাজ্যের লকডাউন সফল করতে কড়া হাতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন। যদিও নতুন করে আক্রান্তের সংখ্যা কোনওভাবেই কমছে না। তাই এই মুহূর্তে একটাই উপায় বাড়ির বাইরে বের না হওয়া।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এখনও ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়নি। ২৪ ঘণ্টায় ভারতে ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৭৩ জন। এখন পর্যন্ত ৩৮ হাজারের কিছু বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরলে। সেরাজ্যে আক্রান্তের সংখ্যা ২৩৪। তবে যেভাবে এদেশে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে চিন্তা বাড়ছে সরকারের। তবে সরকার বার বার বার্তা দিচ্ছে অযথা আতঙ্কিত না হয়ে নির্দেশিকা মেনে গৃহবন্দি থাকুন।

Loading

Leave a Reply