রাজ্য

করোনার জের, ধর্ষণের হুমকি মহিলা চিকিৎসক কে বাড়ি ছাড়ার জন্য।

প্রথম কারফিউর দিন প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন যে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যপরিসেবা সঙ্গে যুক্ত মানুষজন আছেন যারা নিজেদের জীবন বিপন্ন করে প্রতিনিয়ত মানুষের জন্য লড়াই করছেন তাদের জন্য বিকেল পাঁচটায় বাড়ির ছাদে, বাড়ির দরজায় দাঁড়িয়ে খালা অথবা হাত তালি বাজে তাদের সম্মানিত করুন। সারাদেশ প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই স্বাস্থ্য এর সাথে যুক্ত চিকিৎসক ও অন্যান্য কর্মী যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ভাড়া বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে একাধিক অভিযোগ ওঠে। এবার সমস্ত অভিযোগ কে ছাড়িয়ে গেল এক মহিলা চিকিৎসক কে বাড়ি না ছাড়লে ধর্ষণ করার অভিযোগ উঠল।

অভিযোগ করোনা ছড়িয়ে পড়ার আতঙ্কে ভুবনেশ্বর AIIMS-এর এক জুনিয়র ডাক্তারকে তাঁর অ্যাপার্টমেন্ট খালি করে দিতে বলা হল। এখানেই শেষ নয়, বাড়ি না-ছাড়লে তাঁকে ধর্ষণ করা হবে বলেও হাউসিং সোসাইটির কর্মী হুমকি দিয়েছে বলে অভিযোগ। রবিবার খানদাগিরি থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে জঘন্য ব্যবহারে।

Loading

Leave a Reply