জেলা

২ থেকে ৩ টাকায় মিলছে চিকিৎসাসম্মত মাস্ক,আবিস্কার হুগলির যুবকদের।

মেডিকেল স্টোর থেকে শুরু করে অনলাইন ইকমার্স সাইট, মুখ ঢাকার N95 মাস্ক বা সাধারণ সার্জিক্যাল মাস্ক,সবের দামই আকাশ ছোঁয়া। তার সাথে রয়েছে পর্যাপ্ত যোগানের সমস্যা এবং কালোবাজারি। মানুষের এই সমস্যার কথা ভেবে এগিয়ে এসেছে হুগলির চকবাজারের জনা সাতেক উদ্যমী যুবক। কিভাবে সামান্য ২টি টাকা খরচ করে টিস্যু পেপার দিয়ে নিজেই বাড়িতে মাস্ক তৈরি করা সম্ভব তারই প্রশিক্ষণ ও সাথে ২০০-৩০০ মাস্ক ফ্রী তে বিলি করছে তারা নিজের এলাকায়। তাদের মতে আজকের দিনে মানুষের যে নূন্যতম রোজগার তাতে সবার পক্ষে মোটা দাম দিয়ে মাস্ক কেনা সম্ভব নয়।

আবার বাজারে বিভিন্ন রকম মাস্ক যা হয়তো ব্যাবহারের উপযুক্ত নয় তাও বিক্রি হচ্ছে। এইসব দিক ভেবেই তারা মানুষের সচেতনতার কথা ভেবেই এটি শুরু করেছে। ফ্রীতে মাস্ক ও অতি সহজে মাস্ক বানানোর প্রশিক্ষণকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Loading

Leave a Reply