দেশ

৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট ঘরের সব আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর বার্তা প্রধানমন্ত্রীর

৫ এপ্রিল রাত ৯ টায় আমি সবার কাছে ৯ মিনিট সময় চাইছি। ওই সময় ১৩০ কোটি ভারতবাসীকে অনুরোধ আপনারা ৯ মিনিট ঘরের সমস্ত আলো নিভিয়ে দিন। তারপর ঘরের গেটের সামনে মোমবাতি, টর্চ, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সংকল্প নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার বিরুদ্ধে আত্মবিশ্বাস বজায় রাখতেই এই উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এটা এই লড়াইয়ের সংকল্প ছাড়া আর কিছুই নয়।

এতে বোঝা যাবে আমরা সকলে একসঙ্গে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছি। এমনটাই জানান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তিনি জানিয়ে দিয়েছেন ৫ এপ্রিল রাত্রি ৯ টার সময় এই কাজ করার সময় কেউ জমায়েত করবেন না। সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে তবেই এই সংকল্প নেবেন। মোদি জানিয়েছেন, এর জেরে আত্মবিশ্বাস বাড়বে ১৩০ কোটি মানুষের। লকডাউনে ঘরে থাকলেও আপনি একা নন এটা মনে রাখবেন। তবে ধানমন্ত্রী বারবার জানিয়ে দিয়েছেন এই সময়ে কোথাও জমায়েত করবেন না। ঘরে থেকে বা ঘরের দরজার সামনে অথবা বারান্দা থেকে এই সংকল্প নিতে হবে আমাদের।

Loading

Leave a Reply