খেলা

৬ বলে ছয় ছক্কা কিউয়ি ব্যাটসম্যান লিওর

ছয় বলে ছয় ছক্কা বললেই যুবরাজ সিংহের নাম সবার আগে উঠে আসে। টি-টোয়েন্টি প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে মারা ছয় বলে ছয় ছক্কা চিরজীবন স্মরণীয় হয়ে থাকবে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে। এবার ছয় বলে ছয় ছক্কা ক্লাবের নতুন করে যোগ দিলেন আরও এক ক্রিকেটার। নিউজিল্যান্ডের লিও কার্টার। রবিবার নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে এই কীর্তি করেছেন লিও। ওইদিন ক্যান্টবেরি কিংস ও নর্দান নাইটের মধ্যে ম্যাচ চলছিল।  সেই ম্যাচে নাইটের বাঁহাতি স্পিনার অ্যান্টন ডেভসিচকে ছয় বলে ছয়টি ছক্কা মারার রেকর্ড গড়লেন লিও।

তখন ১৬ তম ওভারের খেলা চলছিল। লিও নিজেও বাঁহাতি ব্যাটসম্যান।  তিনি ২২০ রান তাড়া করতে নেমে মাত্র ২৯ বলে ৭০  রান করেন। বিশ্ব ক্রিকেটের তিনি সাত নম্বর ব্যাটসম্যান যিনি এক ওভারে ছটি ছয় মারার কৃতিত্ব অর্জন করলেন। এর আগে যে যে ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করেছেন, তাঁরা হলেন, রবি শাস্ত্রী, হার্সেল গিবস, গ্যারি সোবার্স, যুবরাজ সিং, হজরতুল্লাহ জাজাই। ঘরোয়া ক্রিকেট হলেও রবিবার ছুটির দিন থাকায় বহু দর্শক মাঠে উপস্থিত ছিলেন। তবে তারা এতিম খেলা দেখে সুদে-আসলে পুষিয়ে নিয়েছেন। সেখানে লিওর এই ধ্বংসাত্মক ইনিংস দেখে সকলেই চিৎকার করতে থাকেন। আনন্দ উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। লিওর এই কীর্তির জন্য প্রাক্তন ক্রিকেটাররাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Loading

Leave a Reply