রাজ্য

15 ই এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ আইসিডিএস সেন্টারের ছুটি ঘোষণা। খুদে পড়ুয়াদের বাড়িতে পাঠানো হবে কাঁচামাল।

করোনার জেরে সারাবিশ্ব আতঙ্কিত। সারা বিশ্বে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত কোন সঠিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। এই পরিস্থিতিতে সর্তকতা অবলম্বন করা ছাড়া কোন উপায়ও নেই। এই পরিস্থিতে আগেই কেন্দ্র সরকার 15 এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন জনবহুল স্থানে ছুটি ঘোষণা করে দিয়েছেন। রাজ্য সরকার আগেই 31 মার্চ পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করেছিল।

আজ পুনরায় আধিকারিকদের সাথে বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ১৫ই এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন স্কুল-কলেজে ছুটি থাকার পাশাপাশি বন্ধ থাকবে আইসিডিএস। খুদে পড়ুয়াদের বাড়িতে কাঁচামাল পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাংলায় এখনও পর্যন্ত ৩ লক্ষ ২৪ হাজার মানুষের স্ক্রিনিং হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, পাঁচহাজার মানুষকে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রাজ্যের স্বাস্থ্য দফতর।মমতা এদিন সাংবাদিক বৈঠকে বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যসরকার। ইতালি, ফ্রান্স, ইরান, স্পেন-সহ একাধিক দেশের করোনা আক্রান্তের তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সেই পরিসংখ্যানের কথা মাথায় রেখেই সরকার স্কুল-কলেজ-ছুটি ঘোষনা।

Loading

Leave a Reply