শ্যামলেন্দু গোস্বামী :সংক্রমণ মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ স্বাস্থ্য অধিকর্তা, জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। দেশের অন্যান্য রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে এবং সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর জেরে উদ্বেগ বাড়ছেই। অন্যদিকে রাজ্যের ৪ টি জেলেকে হটস্পষ্ট ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি ৭টি জেলাকে ক্লাস্টার হিসাবে ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাজ্যের ক্যাবিনেট বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যেখানে বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে এদিন রাজ্যের প্রতিটি জেলাশাসকদের সাথে বৈঠক করেন মুখ্যসচিব। আগামী ২০ তারিখ থেকে ১০০ দিনের কাজ, রেশন ব্যবস্থা সহ সার্বিক দিক নিয়ে আলোচনার জন্য এই জরুরি বৈঠক বলে সূত্রের খবর। পাশাপাশি করোনা মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা নিয়ে আলোচনা করবেন মমতা ব্যানার্জি। কেন্দ্রের ঘোষণা করা ৪টি হটস্পষ্টেও বাড়তি নজর রাখার কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ।