জেলা

সিঙ্গুরে গরুর বর্জ্য ফেলার চেম্বার পরিষ্কার করতে নেমে মৃত ২, চাঞ্চল্য

গরুর বর্জ্য ফেলার চেম্বার পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়া ব‍্যক্তিকে উদ্ধারে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল আরও ৫ জন। তড়িঘড়ি তাদের সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের দেখে কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করে । আশঙ্কাজনক অবস্থায় বাকি ৩ জনকে সিঙ্গুর থেকে শ্রীরামপুরে মহকুমা হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। পরে ২ জনের অবস্থা আরও সংকটজনক হওয়ায় তাদের তড়িঘড়ি কোলকাতায় স্থানান্তরিত করা হইয়। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির সিঙ্গুরের খাসেরভেড়ি গ্ৰামে।

স্থানীয় বাসিন্দদের বক্তব্য, সিঙ্গুরের খাসেরভেড়ি গ্রামে দীপেন ঘোষের বাড়িতে গোয়াল পরিষ্কার করে গরুর বর্জ্য জমা করা হয় পাশে একটি চেম্বারে। ১৫-২০ অন্তর সেই চেম্বার পরিষ্কার করা হয়। এদিন দুপুরে পাম্প চালিয়ে বিভিন্ন বর্জ্য পরিষ্কারের কাজ করা হচ্ছিল। সেই সময় একজন চেম্বারে নেমে পরিষ্কার করার সময় জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করতে নেমে সংজ্ঞাহীন হয়ে পড়ে আরও ১ জন । তারপর তাদের উদ্ধার করতে পাচঁজন নামে। তড়িঘড়ি অসুস্থদের উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হলে দীপেন ঘোষ(৩৭) ও জয়ন্ত বাগকে(৪৭)কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর তিনজন সুখেন ঘোষ,বিজয় মালিক ও পাপ্পু ঘোষকে (১১) শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয়। উল্লেখ‍্য, মৃত জয়ন্ত বাগের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। সে দীপেন ঘোষের বাড়িতে কাজ করতেন।

Loading

Leave a Reply