জেলা

পূর্বস্থলী ২ ব্লকে শুরু হলো কৃষি ও শিল্প মেলা।উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ- শুক্রবার পূর্বস্থলী ২ ব্লকে শুরু হলো কৃষি ও শিল্প মেলা। এদিন এই কৃষি ও শিল্প মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ।এদিন এই মেলা উদ্বোধনের আগে পুরুলিয়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পূর্বস্থলী থানার মাঠ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই কৃষি ও শিল্প মেলা চলবে ৮ ই জানুয়ারি পর্যন্ত।

এই কৃষি ও শিল্প মেলায় থাকছে বিভিন্ন কৃষি দপ্তরের স্টল থেকে শুরু করে স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন রকম হাতের কারুকার্য। এদিনের কৃষি ও শিল্প মেলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু,পূর্বস্থলী ২নং ব্লকের বিডিও সৌমিক বাগচী, পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুতপা নাথ সহ প্রমুখ।

Loading

Leave a Reply