রাজ্য

JNU ইস্যুতে এবার পথে নামল যাদবপুর, চলল মাঝরাত পর্যন্ত বিক্ষোভ।

JNU-র পড়ুয়াদের উপর হামলার প্রতিবাদে পথে নামল যাদবপুর ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ‘দুষ্কৃতী’ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ৷ JNU-র ঘটনা এবং তার পরবর্তী পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ দেখায় JU-র পড়ুয়ারা ৷
উল্লেখ্য, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তিনটি হস্টেলে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতি ৷

হামলায় মাথা ফেটেছে ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষের ৷ গুরুতর আহত আধ্যাপিকা সুচরিতা সেনও ৷ তাঁদের এআইআইএমএস-এ ভর্তি করা হয়েছে ৷ আহত আরও ২৩জন ছাত্রছাত্রীকে এআইআইএমএস এবং সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জহওরলাল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের তরফে অভিযোগ, অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ সকলেরই মুখ কালো মুখোশে ঢাকা ছিল ৷ দুষ্কৃতীরা সকলেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আশ্রিত বলে অভিযোগ।

Loading

Leave a Reply