নিকোনো মাটির দাওয়ার সঙ্গে চালের গুঁড়ি বা খড়ি মাটি দিয়ে আলপনা, গ্রাম বাংলার এই দৃশ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালি নস্টালজিয়া। তবে, বর্তমান ডিজিটাল যুগে বহু গ্রামের দৃশ্য এখন বিরল হয়ে যাচ্ছে। যদিও এবার কলকা আঁকা বাংলার সেই খাঁটি আলপনা প্রবাসীদের হাত ধরে প্রথমবার লন্ডনে পাড়ি দিতে চলেছে। পুজোয় বিদেশের রাস্তায় ওয়াটারপ্রুফ আলপনা সাঁটা হবে। প্রয়োজনে তা খুলে নেওয়া হবে। এতেই বাঙালির নস্টালজিয়া যাতে কিছুটা ফেরানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন এবং লন্ডন শারদ উৎসবের মতো সংস্থা তাদের গ্লোবাল বেঙ্গলি মিট শেষ করেছে কলকাতায়। ঠিক এক বছর আগে হেরিটেজ ভিক্টোরিয়া ট্রাম রাইড দিয়ে এর সূচনা হয়েছিল।
তার অন্যতম উদ্দেশ্য ছিল, ট্রামকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তোলার। বিএইচএফ বাংলার নানান দিককে বিভিন্ন মঞ্চে বিভিন্নভাবে তুলে ধরছে। আলপনার বিদেশ যাত্রা সেরকমই একটি পরিকল্পনা। বিএইচএফের তরফে এই প্রকল্পের দায়িত্ব পেয়েছেন মহুয়া বেজ। তিনি বলেন, লন্ডনের রাস্তায় তার জন্য জলনিরোধক জিনিস দিয়ে আলপনা গুলি তৈরি করা হচ্ছে। এর উপর দিয়েই রাস্তায় হাঁটা হবে। প্রয়োজনে পরে সেগুলি তুলে নেওয়া হবে। প্রথমে কিছু নমুনা দিয়ে দেখা হবে কিভাবে সেগুলি কাজ করছে। এই বিষয়টি ফলপ্রসূ হলে বাংলার আলপনা শিল্প প্রথমবারের জন্য লন্ডন পাড়ি দেবে।