দেশ

দিল্লির বাঙ্গালী মহল্লায় তাঁর হয়ে প্রচার করুন মমতা, চাইছেন কেজরিওয়াল

আগেই টুইট করে দিল্লির ভোটারদের কাছে আপের জন্য ভোট প্রার্থনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে যখনই অাপের সঙ্গে কেন্দ্র তথা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বিরোধ বেধেছে, পাশে থেকেছেন তৃণমূল সুপ্রিমো। সেই অবস্থান বজায় রেখে এবার তৃণমূল সুপ্রিমো সশরীরে হাজির হয়ে দিল্লিতে বিজেপি বিরোধী ভোট এককাট্টা করুন, এমনটাই চাইছে আপ। এদিকে আগামী সোমবার ১৩ জানুয়ারি সোনিয়ার ডাকা মোদি বিরোধী বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই এ ব্যাপারে আলোচনা সেরে নিতে চান দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও দিল্লির ভোটে বিজেপির পাশাপাশি কংগ্রেসও কেজরিওয়ালের রাজনৈতিক শত্রু। তাই সোমবারের ওই বৈঠকটি এড়িয়ে যেতে চায় আপ। তাই তার আগেরদিন মমতা-কেজরিওয়ালের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত রবিবার বিকেলে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে মমতার। কেজরিয়ালের সঙ্গে মমতার সম্পর্ক অত্যন্ত ভালো।

সেই সম্পর্ককে কাজে লাগাতে চাইছে আপ। তৃণমূল নেত্রী তাঁর সময়মতো রাজধানী দিল্লিতে এসে অন্তত একদিন ভোট প্রচার করলে উপকার হবে বলেই মনে করছে আপ। বিশেষত চিত্তরঞ্জন পার্ক, চাঁদনিচকের মতো যেসব এলাকায় বাঙালি বসতি রয়েছে, সেখানে বাংলার মুখ্যমন্ত্রীকে এনে যৌথসভা করার পরিকল্পনা করছে কেজরিওয়াল। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট রয়েছে। তার আগে এখন থেকেই শুরু হয়ে গেছে তৎপরতা। তাই বাঙালি মহল্লায় মমতাকে দিয়ে প্রচার করাতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল। এবার কেজরিওয়াল চাইছেন আমআদমি পার্টির ভোটের স্লোগান টুইটের পাশাপাশি জনসভাতেও বলুন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আম আদমি পার্টির স্লোগান দেওয়া হচ্ছে, আচ্ছে বিতে পাঁচ সাল, লাগে রাহো কেজরিওয়াল।

Loading

Leave a Reply