রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ আজ সাতসকালেই ডাম্পারের সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বালি ভর্তি লরি উল্টে গেল রাস্তায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুরচি সংলগ্ন সিঙ্গিমোড় বাসস্ট্যান্ডে।
আহত হয় লরি চালক। লরি চালকের নাম বাপি সেখানে(৩৫)। আহতকে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর সিঙ্গিমোড়ের মানুষেরা। ডাম্পারটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ উপস্থিত হয়।