দেশ

লক্ষ্য প্রজাতন্ত্র দিবসে নাশকতা, ভারতে ঢোকার অপেক্ষায় সীমান্তে ৩০০ জঙ্গি

সামনেই সাধারণতন্ত্র দিবস রয়েছে। আর সেই সময়ে ভারতে নাশকতা চালাতে অনুপ্রবেশ করতে পারে কয়েকশো জঙ্গি। গোয়েন্দা সূত্রে এই তথ্য পাওয়ার পর এই জম্মু-কাশ্মীরে কর্মরত নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পাক অধিকৃত কাশ্মীরে অপেক্ষা করছে তিনশোর বেশি জঙ্গি। তাদের মধ্যে বেশকিছু আফগান জঙ্গিও রয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা সূত্রে খবর, ভারতে হামলা চালানোর জন্য সম্প্রতি ৬০ জন আফগান জঙ্গিকে নিয়োগ করেছে পাকিস্তান সেনা। তাদের সীমান্তের ওপার থেকে ভারতে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ।

এই প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে ২৬শে জানুয়ারি হামলা চালানো হতে পারে। এক নিরাপত্তা আধিকারিকের কথায়, এই মুহূর্তে কাশ্মীরে শান্তি স্থাপনের সবথেকে বড় বাধা হল আফগান জঙ্গি শিবির। ইতিমধ্যেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বেশ কয়েকজন বিদেশি জঙ্গি। নাশকতার কাজে প্রশিক্ষিত তারা। সেই কারণেই বিষয়টিতে উদ্বেগ আরও বাড়ছে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের আগে দিল্লিকে টার্গেট করেছে বিভিন্ন জঙ্গি সংগঠন। বৃহস্পতিবারই দিল্লি থেকে তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে সিরিয়ার আইএস নেতাদের যোগসূত্র রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এরইমধ্যে পাক সীমান্ত পেরিয়ে ৩০০ জঙ্গির অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা বাহিনীকে লাল সর্তকতা জারি করেছে গোয়েন্দা দপ্তর।

Loading

Leave a Reply