জেলা

পড়শী যুবকের সাথে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হরিপালে

যুবকের সাথে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চ‍্যল ছড়াল হরিপাল থানার ইলিপুরে।আজ সকালে গ্ৰামবাসীরা স্থানীয় একটি গাছে তাদের ঝুলতে দেখে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হরিপাল হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষনা করা হয়।
মৃতের নাম প্রতিমা দাস ২৮ ও অর্জুন রানা ২৩। (Image Source:Google)

প্রাথমিকভাবে প্রেম ঘটিত কারনেই এই দুজন আত্মহত‍্যা করেছে বলে পুলিশের অনুমান ।তবে এর পিছনে অন‍্য কোন কারন আছে কিনা তা ও খতিয়ে দেখা হবে বলে জানান গ্ৰামীন পুলিশ সুপার। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, হরিপাল।থানার ইলিপুরের প্রতিমার সাথে হরিপাল থানার দ্বারহাটা গ্ৰামের প্রসাদ দাসের সাথে বিয়ে হয় আট বছর আগে ।সংসারে কোন দিন সেরকম কোন ঝামেলা ছিল না বলে পরিবারের দাবি। গতকাল রাতে বাপের বাড়ি ইলিপুরে আসে পৌষ পার্বন উপলক্ষে। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাড়ির বাগানের ভিতর জাম গাছে পাড়ার এক যুবকের সাথে গৃহবধুর মৃতদেহ ঝুলতে দেখে গ্ৰামবাসীরা।থানায় খবর দেওয় হয়। হরিপাল থানার পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষনা করা হয়।।দু পক্ষের এখনো কোন না অভিযোগ না থাকলেও অস্বাভাবিক মৃত‍্যুর মামলা রজু করেছে হরিপাল থানার পুলিশ।

Loading

Leave a Reply