ক্ষমতায় আসার পর থেকেই যেন বদলের খেলায় মেতেছে বর্তমান কেন্দ্রের শাসক দল৷ দেশের সব কিছুকে বদলে ফেলা যেন তাদের মূল উদ্দেশ্য। নোট বদল, আইন বদল, বিভিন্ন ঐতিহাসিক স্থানের নাম বদল সবকিছুই রয়েছে। তবে বদল হচ্ছে না দেশের মানুষের অবস্থা, বদলাছে না দেশের অর্থনীতি, ক্রমশ তলানিতে যাচ্ছে জিডিপির হার, বাড়ছে বেকারত্ব। দ্রব্যমূল্যের ঠেলায় নাভিশ্বাস অবস্থা ভারতবাসীর। যদিও এই বদলানোর রাজনীতি থেকে একচুল করতে রাজি নয় মোদি-অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। সম্প্রতি কলকাতা বন্দরের নাম বদল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
জানিয়ে রাজ্যজুড়ে বিতর্ক চলছে। এবার এই বিতরকের মাঝেই ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম পরিবর্তনের দাবি তুলেছে বিজেপি। কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এবার বিজেপির বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম বদলানোর দাবি তুলেছেন। তিনি বলেছেন, আমি নমোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে এটাও দাবি তুলেছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম বদল করে রানি লক্ষ্মীবাঈ এর নামে করা হোক। নতুন নামকরণ করা হোক রানি ঝাঁসি স্মারক মহল। তিনি বলেছেন, লক্ষ্মীবাঈ এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভারতের ক্ষমতা দখল করেছিলেন ভিক্টোরিয়া। তারপর টানা ৯০ বছর লুট চালিয়েছিলেন। তাই তার নাম বদল করে রানি লক্ষ্মীবাঈ এর নামে করা হোক ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম। এমনটাই দাবি ওই বিজেপি নেতার।
1275 total views , 1 views today