দেশ

প্রয়াত ভারতীয় ক্রিকেটের গ্র্যান্ড মা চারুলতাদেবী

ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় ফ্যান চারুলতা প্যাটেলের জীবনাবসান ঘটল ৮৭ বছর বয়সে। ১৯৮৩ সালের লডসে বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন তিনি।২০১৯ এর প্রায় প্রত্যেকটি ম্যাচেই মাঠে থেকে ভারতীয় দলের সমর্থনে গলা ফাটান তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটমহলে। ক্রিকেটের প্রতি তাঁর আবেগ দেখে ক্রিকেট জগতে তিনি গ্র্যান্ড মা নামে পরিচিত হন।

২০১৯ সালে বিরাট কোহলি স্টেডিয়ামে তাঁর সঙ্গে দেখা করেন। ওইসময় বিরাট কোহলির সঙ্গে তাঁর কথপোকথনের ভিডিও ভাইরাল হয়ে যায়। বিরাট কোহলিকে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। বিরাটও তাঁর সঙ্গে আলিঙ্গন করেন। সেই সময় থেকেই ভারতীয় ক্রিকেটে তাঁর পরিচিতি আরও বেড়ে যায়। এদিন লন্ডনে প্রয়াত হন চারুলতা দেবী। বিসিসিআইয়ের তরফ থেকে ট্যুইট করে শোক বার্তা জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে শোকস্তব্দ গোটা ক্রিকেট মহল।

Loading

Leave a Reply