জেলা

জিভ ও হাত কেটে টুকরো টুকরো করার নিদান দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু

নৈহাটিতে বিষ্ফোরন ঘটিয়েছে বাংলাদেশের জেহাদিরা, সেই দেশের মুসলমানেরা। চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত বিজেপির ‘প্রধানমন্ত্রী অভিনন্দন সভা’র মঞ্চে একথাই বলেন দলের রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু। এদিন সিএএ-র সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসাবে হাজির থাকার কথা ছিল রাজ্যনেতা মুকুল র‍ায়ের। তবে এদিন তিনি না এলেও সায়ন্তন বসুর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন সাংসদ লকেট চ্যাটার্জী, হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ জেলা নেতৃত্বরা।

এদিন সিএএ-এর কার্যকারিতা বোঝাতে গিয়ে সায়ন্তন বসু বলেন দেশভাগ হয়েছিলো ভাষার বিচারে নয়, দেশভাগ হয়েছিলো ধর্মের বিচারে। তাই ভারতবর্ষের হিন্দু কিংবা মুসলমানদের বিরোধী আমরা নই। সেজন্যই মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ কিংবা পাকিস্তানে অত্যাচারিত হিন্দুদের আমরা নাগরিকত্ব দেবো। কিন্তু সেইসমস্ত মুসলিম দেশ থেকে আগত মুসলমানেদের এদেশে জিহাদ তৈরী করতে, বোমা বানাতে আমরা নাগরিকত্ব দেব না। তিনি এদিন বলেন এ দেশের মাটিতে থাকে যারা এ দেশকে টুকরো করার কথা বলবে, আমরা তাদের জিভকে টুকরো করে দেব, তাদের হাতকে টুকরো করে দেবো। পাশাপাশি এদিন তিনি সংসদ ভবনে হামকারী আফজাল গুরু প্রসঙ্গে বলেন কেউ যদি বলে একটা আফজালকে মারলে আরও আফজাল তৈরী হবে, তাহলে তাদের ধরে মারার নিদান দেন তিনি।

1394 total views , 1 views today

Leave a Reply