দেশ

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসতে চলেছেন জেপি নাড্ডা

আজ অর্থাত্‍ সোমবার সকালে দলের সর্বভারতীয় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র পেশ করবেন নাড্ডা৷ দলের ভার তুলে দিতে যে নাড্ডাকেই বাছা হচ্ছে, তা মোটামুটি একপ্রকার নিশ্চিত ৷

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, জে পি নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই দলের দায়িত্ব নিতে চলেছেন৷ কারণ, ওই পদে আর কেউ মনোনয়ন জমা দিচ্ছেন না৷ তিনি বিজেপির কার্যনির্বাহী সভাপতি ছিলেন৷ ২০১৯-এর লোকসভা ভোটে নাড্ডা উত্তরপ্রদেশে প্রচার ও দলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন৷ উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২টি জিতেছে বিজেপি৷ রাজনীতির ছাত্র জেপি নাড্ডা ছাত্র বয়স থেকেই আরএসএস-এর কর্মী ছিলেন৷ স্বচ্ছ ভাবমূর্তি৷ কোনও দুর্নীতির অভিযোগ নেই তাঁর বিরুদ্ধে৷ তাই তার নামে সীলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব পৌঁছে গিয়েছেন দিল্লিতে৷ জে পি নাড্ডার পক্ষে রায় দিতে তাঁরা প্রস্তুত৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রিয় পাত্র নাড্ডা৷ পাশাপাশি তিনি সংঘ ঘনিষ্টও। সূত্রের খবর, নাড্ডার নাম সভাপতি পদে প্রস্তাব করবেন অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়করি৷ গত বছর জুলাইয়ে দলের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব নেন নাড্ডা৷ হিমাচলপ্রদেশের এই বিজেপি নেতাই বসতে চলেছেন অমিত শাহের চেয়ারে৷ অন্যদিকে বিজেপির একটি সূত্রের দাবি সর্বভারতীয় এই দলে দুই পদে এক ব্যক্তি থাকতে পারেন না। যেহেতু অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তাই তাঁকে বিজেপির সাংগঠনিক দায়িত্ব দেওয়ার নিয়ম নাকি নেই।

Loading

Leave a Reply