রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ- বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের কুরচি গ্ৰামে জনকল্যাণ সংঘের উদ্যোগে সরস্বতী পুজো অনুষ্ঠিত হল। জনকল্যাণ সংঘের এবারের সরস্বতী পুজো ৯০ তম বর্ষে পদার্পণ করল। সরস্বতী পুজো উপলক্ষে বিকেলবেলায় জনকল্যাণ সংঘ ও ইচ্ছে ডানা সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরিত অনুষ্ঠান অনুষ্ঠিত হল কুরচি গ্ৰামের দক্ষিণ পড়ায়। ৪০ জন দুঃস্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জন কল্যাণ সংঘের সভাপতি আশিস ভট্টাচার্য,সদস্য রথিন ভট্টাচার্য,সৌরভ ভট্টাচার্য,ইচ্ছে ডানা সেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সমর দেবনাথ,সংস্থার সদস্য সুকান্ত ভট্টাচার্য,ডলি চক্রবর্তী সহ প্রমুখ। কুরচি গ্ৰামের মানুষেরা এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সরস্বতী পুজো উপলক্ষ্যে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।