দেশ

দলীয় পতাকায় কাস্তে-হাতুড়ি চিহ্ন তুলে দিচ্ছে ফরওয়ার্ড ব্লক

সমাজতন্ত্রের আদর্শে চললেও ফরওয়ার্ড ব্লক নামের পাশে কমিউনিস্ট শব্দটি কোনও দিনই ছিল না। তবে লালপতাকায় বাঘের সঙ্গে কাস্তে-হাতুড়ি চিহ্ন ছিল। আর সেই কারণেই হয়তো আর পাঁচটা বামপন্থী দলের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের নাম উচ্চারিত হয়ে এসেছে এতদিন ধরে। কিন্তু এবার নেতাজির পথকে আরও বেশি করে আঁকড়ে ধরার যুক্তিতেই সেই দলেরই নেতৃত্ব তাদের পতাকা থেকে কাস্তে-হাতুড়ি চিহ্ন তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। এমনকি দলের গঠনতন্ত্রে এতদিন ধরে থাকা মার্কসীয় শব্দবন্ধ বৈজ্ঞানিক সমাজতন্ত্রকেও তুলে দিতে উদ্যোগী হয়েছে নেতৃত্ব। তার পরিবর্তে শুধুমাত্র সমাজতন্ত্র শব্দটি রাখতে আগ্রহ প্রকাশ করেছে তারা। গণতন্ত্র পতাকায় পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিক কাঠামো বেশকিছু আরোপের দিকেও ঝুঁকতে চলেছে নেতৃত্ব। তবে এ নিয়ে দলে দীর্ঘ আলোচনার পর এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, দলের সাংগঠনিক পর্যায়ে বেশ কিছু সংস্কার করার লক্ষ্যে বহুদিন ধরেই ফরোয়ার্ড ব্লকের অন্দরে চর্চা চলছিল।

২০১৮ সালের ডিসেম্বরে কলকাতায় সর্বশেষ পার্টি কংগ্রেসের সময় এই প্রসঙ্গটি উঠেছিল। সেই সময় পাঁচজন নেতাকে নিয়ে একটি কমিটির তৈরি হয়। ওই কমিটি সম্প্রতি একটি খসড়া তৈরি করেছে। তাতেই এইসব পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় কমিটির তাতে কিছু রদবদল ঘটিয়ে সব রাজ্যে পাঠিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। তাই কার্যত বলা যায় নতুন আঙ্গিকে ফরওয়ার্ড ব্লকের রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটতে চলেছে।

বৈজ্ঞানিক সমাজতন্ত্র শব্দবন্ধ কে বিদায় দেওয়ার কারণ হিসেবে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব বেশকিছু তথ্য সামনে রেখেছে। তাদের মতে, আমরা কখনই মার্কসীয় আদর্শে দল চালাইনি। সুভাষচন্দ্রের পথ এবং মতই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা মতাদর্শের একমাত্র প্রেরণা। তাই এবার নেতাজির তৈরি স্বাধীনতা, সাম্য, ন্যায় শৃঙ্খলা ও মানব প্রেমের পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হবে গঠনতন্ত্রে। পতাকায় কাস্তে-হাতুড়ি চিহ্ন তুলে দেওয়ার পিছনে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের যুক্তি, শ্রমজীবী মানুষের প্রতীক হিসেবেই এই চিহ্ন পতাকায় রাখা হয়েছিল। কিন্তু এখন অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এইজন্য রাখার প্রয়োজনীয়তা নেই বলেই দাবি করছে নেতৃত্ব।

Loading

Leave a Reply