পরকীয়ার জেরে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার মন্তেশ্বরের মীরপুর গ্রামে। অভিযোগ মৃত সিটু খানের সঙ্গে প্রতিবেশী এক এক মহিলার সম্পর্ক ছিল। সিটু কর্মসূত্রে কেরলে থাকলেও কয়েক সপ্তাহ আগেই সে গ্রামে ফিরেছিল। পাড়ার লোকজন তাকে ওই বধূর সঙ্গে কথা বলতেও দেখে। ওই বধূকে তিনি অনেক টাকা দিয়ে সাহায্যও করেছে।
গতকাল রাতে পাওনা এক লক্ষ টাকা ফেরত দেওয়ার নাম করে বধূর স্বামী এবং স্বামীর কিছু বন্ধু মিলে বাড়িতে ডেকে নিয়ে যায় সিটু খানকে। সিটু খানের স্ত্রী মার্জিনা বিবি বলেন, সারারাত ফোনে চেষ্টা করে ফোন সুইচ অফ বলছিল। পরের দিন সকালে সিটুর বাবার নির্মীয়মাণ বাড়ির পাশে গলিতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয় সিটু খানের। অভিযোগ উঠছে সিটু খানের সাথে ওই বধূর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হল সিটুকে। এলাকায় তৈরি হয়েছে চাপা গুঞ্জন। পুলিস জানিয়েছে, ওই দম্পতিকে আটক করা হয়েছে।