রাজ্য

এ রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে সংসদে সরব বিজেপির মহিলা সাংসদরা

সংসদে অধিবেশন চলাকালীন সংসদের বাইরে গান্ধী মূর্তির তলদেশে দাঁড়িয়ে বাংলায় নারী নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে সরব বিজেপি নেতৃত্ব। তারা বলছেন নারীদের সম্মান নেই এ রাজ্যে। নারী নির্যাতন কারীদের কোনও বিহিত করা হচ্ছে না। উল্টে নারী নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। এর প্রতিবাদে মিছিল করছেন বিজেপি নেতৃত্ব। বিশেষত বিজেপির মহিলা সাংসদরাই এই নিয়ে সরব হয়েছেন। রাজ্যে মহিলাদের অবস্থা ভালো নয়।

সমস্ত দেশের সাথে রাজ্য সরকারের নজরে আনতেই এই মিছিল বলে জানা যাচ্ছে। প্ল্যাকার্ড হাতে মিছিলে নেমেছেন বিজেপি নেতৃত্ব। প্ল্যাকার্ডে অাছে গঙ্গারামপুর কাণ্ডের শিক্ষিকার উপর ঘটে যাওয়া ছবিও। বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি বলছেন, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা নেই এ রাজ্যে। অার আমরা তা সমস্ত দেশের মানুষের কাছে তুলে ধরতে চাইছি। আর তার জন্যই অামাদের প্রতিবাদের রাস্তা আটকানো হচ্ছে। যদিও এখনও তৃণমূলের তরফে এর পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Loading

Leave a Reply