নির্ভয়াকাণ্ডে অভিযুক্তদের ফের ফাঁসির নির্দেশ আদালতের। আগামী৩ মার্চ সকাল ৬টায় তাদের ফাঁসি দেওয়া হবে। চার দোষীর সাজা কার্যকরের জন্য পরোয়ানা পাতিয়ালা হাউস কোর্টের। এই নিয়ে মোট তৃতীয়বার নিম্ন আদালত মৃত্যু পরোয়ানা জারি করল।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৭ জানুয়ারি পাতিয়ালা হাউস কোর্ট মৃত্যু পরোয়ানা জারি করেছিল। ওই পরোয়ানা অনুসারে, ২০১২-র ডিসেম্বরে দিল্লিতে প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ ও খুনের জন্য চার দোষী পবন গুপ্তা, বিনয় শর্মা, মুকেশ ও অক্ষয় সিংহর ১ ফেব্রুয়ারি সকাল ছয়টায় ফাঁসি হওয়ার কথা ছিল। এর আগে আদালত গত ৭ জানুয়ারি চার দোষীর মৃত্যুদণ্ডের সাজা ২২ জানুয়ারি কার্যকরের নির্দেশ দিয়েছিল। কিন্তু দুবারই চার দোষীর সাজা কার্যকর পিছিয়ে গিয়েছিল।
২০১২-র ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় এবং তাঁর ওপর নৃশংস অত্যাচার চালানো হয়। পরে চিকিত্সা চলাকালে নির্যাতিতার মৃত্যু হয়। এই ঘটনা সারা দেশে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পুলিশ এই ঘটনায় মুকেশ, বিনয়, অক্ষয়, পবন, রাম সিংহ ও এক নাবালককে অভিযুক্ত করে। জেলে রাম সিংহর আগেই মৃত্যু হয়েছে।