খেলা

মার্চের শুরুতেই চেন্নাইয়ের হয়ে অনুশীলনে ধোনি

এই বুঝি অপেক্ষার অবসান হবে, আবার দেখতে পাওয়া যাবে চিরাচরিত সেই হেলিকপ্টার শট। যদিও সেই অপেক্ষার অবসান এখনও পর্যন্ত হয়নি ভারতীয় দলের সর্বকালের অন্যতম অধিনায়ক ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির ভক্তকুলের। শেষবার বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে দেখা গিয়েছিল মাহিকে। তারপর থেকে অবশ্য মাঠে দেখা যায়নি তাকে। তার অবসর নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও মাহি বোধহয় তার আপন লক্ষ্যে অবিচল। গোটা ক্রিকেট দুনিয়াই অপেক্ষা করে রয়েছে, যে কবে মাঠে নামবেন ধোনি ৷

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আইপিএলের ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে ২ মার্চ প্র্যাকটিসে নামতে চলেছেন ধোনি।  অন্যদিকে আগেই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন চেন্নাইয়ে তার আরও দুই সতীর্থ সুরেশ রায়না ও আম্বাতি রায়াডু। এই দুজনের সঙ্গে যোগ দেবেন ধোনি। সিএসকের সরকারিভাবে প্রস্তুতি শুরু হবে ১৯ মার্চ। সিএসকে পক্ষেও কাশী বিশ্বনাথন এই তথ্য জানিয়েছেন। এবারের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। প্রথম ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এর সঙ্গে।

সরাসরি সম্প্রচার আন্তজাতিক গোঁসাই পরব

Loading

Leave a Reply